Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ফতেজঙ্গপুর ইউনিয়ন

ফতেজঙ্গপুর ইউনিয়ন কালের স্বাক্ষী বহন কারী কৃত্বিনাসা নদীর তীরে অবস্থিত। কাল পরিক্রমায় ফতেজঙ্গপুর ইনিয়ন আজ শিক্ষা দিক্ষা,সংস্কৃতি, ধর্মিয় অনুষ্ঠান,খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। ফতেজঙ্গপুরের আয়তন ১৪.৭০ বর্গ কিমি,লোকসংথ্যা প্রায় ৩০২৮৮ জন,গ্রামের সংখ্যা ১৪টি, সরকারী প্রা: বি: ১০টি, উচ্চবিদ্যালয় ১টি, এখানে রয়েছে ১টি সরকারী সাস্থ্যকেন্দ্র,১টা কমিউনিটি ক্লিনিক , মাদ্রাসা ২টি। বর্তমানে দায়িত্বরত চেয়ারম্যান মোঃ শওকত হোসেন জুয়েল ,নির্বাচিত সদস্য ৯ জন, মহিলা সদস্য ৩জন, ইউনিয়ন পরিষদ প্রসাসনিক কর্মকর্তা নাজনীন সুলতানা ,হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর দোলা মন্ডল এবং উদ্যোক্তা নুপুর আক্তার  ও নাজমুল হাসান।